4 mins read
শাহবাগ ২০১৩
আমি বেড়ে উঠেছি সামরিক শাসকদের ক্রুর সময়ে,
মুক্তিযুদ্ধ শব্দটিই নিষিদ্ধ ছিলো তখন; যেমন নিষিদ্ধ
ছিলো জয় বাংলা, বঙ্গবন্ধু, কিংবা স্বাধীন বাংলা বেতার
কেন্দ্রের গান। আসলে বাংলাদেশ ধারণাটিই নিষিদ্ধ ছিলো
তখন। আর জানো ত সাত-ই মার্চকে ভুলিয়ে দিতেই
রেসকোর্সের মাঠকে করা হয়েছিলো শিশুপার্ক। আমি বড়
হয়েছি ‘হুর-এ-আরব’ আর‘বাগদাদের চোর’ ছবির বিজ্ঞাপন
দেখে দেখে। আমার কৈশোর আর তারুণ্য শুরুর কাল কেটেছে
স্বৈরাচার বিরোধী আন্দোলনে। যুদ্ধাপরাধের বিচার দাবি যে করা
যায়, সামরিক শাসনে বেড়ে ওঠা আমরা সে’কথা মনেও আনিনি।
তোমরা যারা জন্মেছ কিংবা বড় হয়েছো সামরিক শাসন পার করে,
দেখো ত তোমাদের কী স্পর্ধা! ফেসবুকে বসে থাকা, ব্লগ লেখা
আর লাইক দেয়া ছেলেমেয়েরা কী ধুন্ধুমার কান্ডটি-ই না করলে আজ
শাহবাগে! এবং করবে আগামী দিনগুলোতেও। তোমাদের এই দ্রোহ
কাদের মোল্লা ত কোন ছার, উড়িয়ে নিয়ে যাবে গোলাম আযম, সাঈদী,
সাকা চৌধুরী, কামরুজ্জামান কিংবা আর যারা আছে ভাঁড়ার ঘরে, তাদের
প্রত্যেককে ইতিহাসের আস্তাকুঁড়ে।
আমি তোমাদের চোখে দেখি রুখে দাঁড়ানো বাংলাদেশ
আমি তোমাদের দ্রোহে দেখি যুদ্ধাপরাধীদের দারুণ সর্বনাশ
আমি তোমাদের গানে শুনি নতুন দিনের আহবান
আমি তোমাদের আড্ডায় কান পেতে অনাগত দিনের ভাবনাকে শুনি।
ঝড়ে, জলে, রৌদ্রে যে ফুল ফুটবে, তার মালিরা তৈরি হয়েছে
বন্যায়, মন্বন্তরে যে আশ্বাস দেবে, সেই মানুষেরা তৈ্রি হয়েছে
নেহাত অ-কবির বুকেও কবিতা লেখার দারুণ তৃষ্ণা জাগাবে
যে মানুষ, তারা এসেছে আমার অক্ষম কবিতাকে সম্পুর্ণতা দেবে বলে।
মানুষের বাংলাদেশ জাগছে।
আমাকেও সাথে নিও ও ভাই, ও বোন! হে বন্ধু!
Your Opinion