3 mins read
শুদ্ধ অন্ধকারে মোহন সিং গাইছেন
অবিরাম নির্লিপ্ত জীবনে, বিশেষত রাতে,
কোন কোন রাতে, ল্যাপটপ-ফেসবুক-টুইটার
জীবনে, ইউটিউবে ছেলে বিক্রম সিং কিংবা বাবা
মোহন সিং আগলে রাখেন তাঁদের দরাজ বিষন্ন গলায়;
জীবনকে পথে নামা বিষন্ন মেয়ে বানিয়ে মোহন সিং গাইছেন
আজ রাতেও, ‘ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে’।