4 mins read
মিসিসিপি
এই নদীর পাড়েই একদিন ‘দাস’দের নামানো হত দূর আফ্রিকা থেকে এনে। এই নদীকে ঘিরেই পল রবসন গেয়েছিলেন, ওল ম্যান রিভার’, সেই পাড়ে এখন পর্যটন। বাষ্পীয় জাহাজে চড়ে আমরা দাসদের শ্রমে গড়ে ওঠা শহর দেখতে দেখতে দাসদের ইতিহাস শুনি, ছবি তুলি। আর বলি, কী সুন্দর!