Kaberi Gayen is a Bengali academic, author, and social activist known for her outspoken views on the oppression of minorities and gender inequality in Bangladesh.
সম্প্রতি বাংলাদেশে দু জন সনাাতন ধর্মাবলম্বী শিক্ষকের প্রতি যে নৃশংস আচরণ করেছে দু’জন কিশোর তাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে একাত্তরে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সেই অসাম্প্রদায়িক চেতনা আরো একবার প্রচন্ড আঘাতের সম্মুখীন হলো। সনাতন ধর্মী একজন শিক্ষককে তারই ছাত্র এক কিশোর পিটিয়ে হতাব করেছে এবং অপরজন শিক্ষককে তথাকথিত ধর্মীয় অবমাননার অজুহাতে গলায় জুতোর মালা ঝোলতে বাধ্য করেছে। এই সব ঘটনা বাংলাদেশে একদিকে যেমন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পড়ার দৃষ্টান্ত অন্যদিকে শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্কের অবনতিরও উদাহরণ । এ সব বিষয় আজ বিশ্লেষণ করছেন বিশিষ্ট গবেষক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন। । আর তাঁর সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলছেন, ভয়েস অফ আমেরিকার, আনিস আহমেদ ।
প্রত্যেক সমাজেই কিছু কিছু বিষয় থাকে, যেগুলো বিতর্কিত করতে নেই। মানুষের বেঁচে থাকার অধিকার, নিরাপদে ঘরে ফেরার অধিকার, ন্যায়বিচার পাবার অধিকার– এসব নিয়ে বিতর্ক চলে না। এসব নিয়ে রাজনীতি করা অমানবিক। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচার না হওয়া, কবি ও আইনজীবী চন্দন সরকারসহ সাত মৃতদেহ শীতলক্ষ্যায় ভেসে ওঠা অথচ এসব হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া– এগুলো হল বিচারহীন, জবাবদিহিতাহীন রাষ্ট্রের চূড়ান্ত প্রকাশ।
কোন ঘটনার অপ্রধান দ্বন্দ্বকে প্রধান দ্বন্দ্বে পরিণত করার যে রাজনীতি সেই বিন্দুতে এসে এসব প্রতিবেদন আসলে কালো সাংবাদিকতার অন্তর্গত হয়ে যায়। কালো সাংবাদিকতার অন্তর্গত হয়ে যায় মেঘ-কে নিজেদের রিপোর্ট জমকালো করার উপায় এবং উপকরণ হিসাবে ব্যবহার করাটা, তার শারীরিক-মানসিক নিরাপত্তার কথা একবারও চিন্তা না করাটা।
Voluptas sed necessitatibus repellendus molestiae molestiae tenetur necessitatibus molestiae et aliquid occaecati et aperiam in soluta rem et ducimus deserunt atque quo repellendus consequatur nemo ratione voluptatem omnis omnis earum in explicabo porro quibusdam rerum sit aliquam ex quia necessitatibus consequatur cupiditate quo voluptas iure id ut reprehenderit amet quod quo qui non eius repudiandae omnis animi voluptates quis nobis saepe et ad consequuntur tenetur molestiae blanditiis nisi quae iste ipsa rerum hic quas.
Your Opinion