3 mins read
অভয়নগর ২০১৪
সকাল হয়ে আসছে
আজানের ভোরে অভ্যাসবসে উঠে বসবেন সুনীল বর্মণ
বউ শেফালি বর্মণও উঠবেন।
দাওয়ার কোণায় গুজে রাখা জালের
ঘুনির জন্য হাত বাড়াবেন এখন সুনীল
আর শেফালি বাড়াবেন হাত জল দিয়ে ঢেকে রাখা
রাতের ভাতে, অভ্যাসবসে।
সুনীলের হাত শূণ্যে স্থির
শেফালির হাত ভাতহীন হাঁড়ির জলে
বিপাশার কান্না একটু মেলোড্রামা মনে
হতে পারে…থাক বরং ওটা
আরে বাবা, সব বাস্তবতা শৈল্পিক হয় না।
ওকে, ওয়ান, টু, থ্রি…ক্যামেরা রোলিং…কাট…
অভয়নগর ২০১৪
বাংলাদেশ।
Your Opinion