52 mins watch
বিশ্ববিদ্যালয়ে বিশ্বমান
58 mins watch
শিক্ষকের মর্যাদা ও রাজনীতির ক্ষয়
শিক্ষকের মর্যাদা কি রাজনৈতিক কারণে কমছে? মানুষের অধিকার কমছে বলেই কি শিক্ষকের মর্যদা কমছে? শিক্ষকের গলায় জুতা পরানোর ঘটনায় কি যথেষ্ট প্রতিবাদ হয়েছে, অপরাধী কি শাস্তি পাবে? ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশো-তে এবারের আলোচনার বিষয়: শিক্ষকের মর্যাদা ও রাজনীতির ক্ষয়৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে রয়েছেন, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন৷
15 mins watch
বাংলাদেশের তরুণ সমাজ ও সাম্প্রদায়িকতার সম্প্রসারণ
সম্প্রতি বাংলাদেশে দু জন সনাাতন ধর্মাবলম্বী শিক্ষকের প্রতি যে নৃশংস আচরণ করেছে দু’জন কিশোর তাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে একাত্তরে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সেই অসাম্প্রদায়িক চেতনা আরো একবার প্রচন্ড আঘাতের সম্মুখীন হলো। সনাতন ধর্মী একজন শিক্ষককে তারই ছাত্র এক কিশোর পিটিয়ে হতাব করেছে এবং অপরজন শিক্ষককে তথাকথিত ধর্মীয় অবমাননার অজুহাতে গলায় জুতোর মালা ঝোলতে বাধ্য করেছে। এই সব ঘটনা বাংলাদেশে একদিকে যেমন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পড়ার দৃষ্টান্ত অন্যদিকে শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্কের অবনতিরও উদাহরণ । এ সব বিষয় আজ বিশ্লেষণ করছেন বিশিষ্ট গবেষক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন। । আর তাঁর সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলছেন, ভয়েস অফ আমেরিকার, আনিস আহমেদ ।