15 mins watch
বিশ্ব নারী দিবস: পক্ষপাত পরিহার করুন
এবারের বিশ্ব নারী দিবসের থিম ছিল পক্ষপাত পরিহার করুন। নারী পুরুষের সমতার কথা প্রায় সর্বত্রই উচ্চারিত হ্ওয়া সত্বেও, নারী-পুরুষে বৈষম্য রয়ে গেছে প্রায় সব জায়গাতেই। বাংলাদেশে গত প্রায় দু’দশকে নারীর ক্ষমতায়ন হয়েছে উল্লেখযোগ্য হারে কিন্তু পরিহাসের বিষয় হলো প্রায় একই ভাবে বাংলাদেশে নারীর প্রতি শারিরীক ও মানসিক অত্যাচার বৃদ্ধি পেয়েছে, ঘটছে হত্যা ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ । বিশ্ব নারী দিবসের থিম, নারীর অবস্থান , সমস্যা ও সমাধান এ সব বিষয় বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা ড. কাবেরী গায়েন । আর তাঁর সঙ্গে কথা বলেছেন ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ ।
Your Opinion